ফটোঃ গুগুল
সাদা শুধা গন্ধে-
সঙ্গমের আস্ফালন।
নিশ্চিত মৃত্যু জেনেও
কামনার মধুতে যাপিয়ে পড়ার আকুতি;
এই আকুতি পৃথিবীর।
সাদাতে জন্ম; সাদাতেই মৃত্যু
তবে মাঝখানের জীবন সাদা নয় কেন!!
আমাদের যাত্রা নিষিদ্ধ গন্ধমে;
শুভ্র সুন্দর বেলীফুলের দিকে নয়।
সঙ্গমের রঙ সাদা-
তবে বেলীফুলের মত শুভ্র সুগন্ধী নয়।
তারপরও; আমরা খাদ্য বা জীবনের জন্য নয়,
মনে হয় সঙ্গমের জন্যই বেচেঁ থাকি!!
হতে পারে সঙ্গমে গন্ধমের স্বাদ
আছে সঙ্গমে নতুন প্রাণের আবাদ।
সবই যাপিত জীবনের কাল্পনীক বিলাস
বাস্তবিক জীবনের সত্য রুহ নয়,
নয় কোন সঠিক গন্তব্যের দিশা।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৪