ছবিঃ গুগুল
শেষ বিকেল
সীমাহীন গন্তব্যের রাস্তায়,
সূর্যাস্তের সৌন্দর্যে প্রকৃতির অলংকরণ।
একা আমি নিরব হেটে চলি
মাঝে মাঝে ক্লান্ত দেহটাকে
রাস্তার পাশে কিলোমিটার লেখা ফলকে
থামিয়ে দেই।
বুক ভরে নিঃশ্বাস নিয়ে
আস্তে আস্তে চোখ খুলে
দৃষ্টি বড় করি- তাকিয়ে থাকি-
নুইয়ে পড়া সূর্যের সৌন্দর্যের দিকে।
সমস্ত ক্লান্তি, অবসাদ, দুঃখ, কষ্ট এবং দুঃচিন্তা-
এক সাথে হারিয়ে যায়।
চনমনে ভাললাগা; বিদ্যুৎ গতিতে
রেস এর ময়দানে উতরে যায়।
দুষিত ইট কাঠের শহর থেকে দূরে-
এই তো জীবন।
এই তো প্রাণের বেচেঁ থাকা।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩