ছবিঃ কবি শাহানা বেগম
ধোঁয়াশার চাদরে ঢাকা তুমি আমার
হিম শীতল চালতা ফুল।
-- আর-
আমি মাতাল হতে চাইলে –
এক বোতল হুইচকি আর তোমার চোখের মাঝে
তোমার চোখকেই বেছে নিব।
-- তাই-
তুমি বুঝবে না কারণ-
তুমি তোমার চোখ সামনে থেকে দেখতে পাওনা।
আমি দেখি; তাই প্রতিনিয়ত নিজেকে মাতাল মাতাল মনে হয়
-- সত্যি!!
চোখ বন্ধ করে যখন তোমার চুম্বনদানী অনুভব করার চেষ্টায় থাকি
তখন মনে হয় আমি অভিকর্ষজ শুন্য।
মুক্ত বিহঙ্গের মত রংগিন ঘুড়ি।
-- ওয়াও!!!
আমার প্রিয় বুড়ি প্রেমিকা
তুমি কি কখনো আমাকে অনুভব করেছ?
অনুভব করেছ- বৃষ্টি স্নাত প্রকৃতির কোমলতায়?
-- এভাবেই নয় … তবে ...
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৮