শারীরিক যৌবন বৃত্তীয় জীবনের অহমীকায়
হাই তুলতে তুলতে জীবনের ক্ষয় হয়ে যায়
না বলা কথাগুলি অব্যক্তই রয়।
বেশ শক্ত মনে পোক্ত জীবন তোমার
গঙ্গগা জলের স্রোতের পবিত্রতায়
মহিয়ান হতে চাও!!
শান্ত হও তুমি-
হাতে হাত রেখে-জীবন দেখ; বাস্তব জীবন,
না হয় আমার বিছানাটার উষ্ণতাটা পতিতই থাকল।
বেহুদায়- তোমার মুখের পানে চেয়ে-
গতরের ঘ্রাণ নিব,
মজে যাব নাহয়-শরীর বৃত্তীয় লীলার শৈল্পীকতায়।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮