১.
এক মুঠু স্মৃতির কষ্ট-
পেতে পেতে না পাওয়া
ঢুমুরের ফুল।
তাই-
আমি পেলাম না খুজে
তোমার মনের কোন কুল।
২.
দুর্বা ঘাসের ডগায় থাকে
হিরার মত শিশিরের নিভু নিভু জীবন,
এই পৃথিবীর বুকে-
ঠিক আমি যেমন।
৩.
নিম্নচাপ ভরপুর জীবনের চিত্রায়ন;
নাটক ছিনেমা।
আমার জীবনের প্রতিটা মুহুর্ত আরো ভয়ানক,
যা প্রকাশ করতে পারিনা।
৪.
ছাড়া শুদ্ধ সত্তা হয় কি সাধন,
ভবে ত মোহ সুন্দর সবার আপন।
কেমনে বলি তারে শুদ্ধ হতে-
আমি যে অশুদ্ধের কার-খানা।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৪