মাসিক নয়; নয় তো কোন পাক্ষিক
আমি হতে চাই তোমার মনের দৈনিক।
এই কথাটা-
তোমাকে লিখব লিখব বলে আজ অনেক দিন,
কথা কলম দিয়ে বের হতে চায় না।
আর আমার-
হাতে জ্বলন্ত সিগারেট পুড়ে ছাই হয়ে যায়;
আমি ধোয়াময় হয়ে উঠি।
ইট কাঠের ঘেরা দেয়ালের ভিতর
আমি ঝিম ধরে বসে থাকি-
ভাবি;
তোমাকে ভাবতে ভাবতে আচমকা
জেগে উঠি, ঘরের ভিতর টিক টিকির
টিক টিক শব্দে।
প্রচন্ড অস্থিরতায় জেগে থাকি পূর্ণরাত।
কেউ আমাকে ঘুমাতে দেয়না
তুমিও না।
মনের ভিতর; একটা অনুভূতি
আমাকে আঁকড়ে ধরে- আমি বন্দী,
তোমাকে ভালবাসার দায়ে
নাকি-
তোমার থেকে দু-দন্ড সুখ খোঁজার অপরাধে!!
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৩