আমি আজো-
নিরবে চোখের জল ফেলি,
আমাকে তুমি বুঝতে পারনি-
বা,
বুঝার চেষ্টা করনি বলে।
আমার কলিজার প্রতিটা পৃষ্ঠায়
এক একটা মহা কাব্য রচনা করে চলেছি,
একটা বারের জন্য তুমি পড়ে দেখনি।
দেখনি-আমার হৃদয়ের বেডরুমে
ঝুলে থাকা; সোনালী ফ্রেমে বাধাঁনো;
আমার আকাঁ - তোমার ছবি।
আমি আজো- স্বপ্ন দেখি
নিরবে চোখের জল ফেলে
কষ্টের গল্প লিখি।
সেই কষ্টের গল্পে;
আমি তোমাকে অনুভব করি,
অনুভব করি তোমার নিরব থাকার-
প্রতিটা নিঃশ্বাসের অনুভতি।
আমার গল্পগুলি পড়ে দেখ,
আমার কলিজায় কতটা কষ্টের পেরেক গাথা আছে
কতটা রক্ত গড়িয়ে পড়লে চোখের জল হয়-
আমি সব বলেছি।
শুধু তুমিই বুঝলে না; কলিজা ছিড়ার কষ্ট।
এখন আমি সেই কষ্টকে পুজিঁ করে
গল্প লিখি।
কারণ-
আমার জীবনটাই এখন একটা পরিপুর্ণ গল্প।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৯