কীট ও কুমারী
রক্তরাগের রক্তিমতায়, পদ্মরাগের পাতায় ছুঁয়ে,
কীটকুমারী সজ্জারত, রক্তিমাকাশ অনিমেখে।
দিঘীর জলে পড়ছে ছায়া, সজল স্নাত ভিন্ন কায়া;
সাঝ বিকেলে শ্যাম ঝিয়ারীর আনমনে ক্ষনিক চাওয়া।
সাঝের সাজে পদ্মমনি ছিন্ন করে কেশের পরে। ... বাকিটুকু পড়ুন
রক্তরাগের রক্তিমতায়, পদ্মরাগের পাতায় ছুঁয়ে,
বসবাস
সাথে জলন্ত ভিসুভিয়াস,
আগ্নেয়গিরি
বক্ষে প্রোথীত অদৃশ্যমান।
অর্ন্তদহন ও দহন ভস্মীভূত
দাহ্য হৃদয়, ... বাকিটুকু পড়ুন
ঝিমক্লান্ত স্তব্ধ দুপুর
দ্বিপ্রহরের প্রখরতাভেঙে
ক্ষুদপিপাসার্ত পথিক হেটে চলে অবিরাম
পিছে ফেলে যোজন পথ অবিরল- অবিশ্রাম।
ক্রমশ অদৃশ্যমান বাঁকা পথ বেয়ে
হেঁকে চলে যায় পসারী।
বিন্দু থেকে বিন্দুতর বিলীয়মান ... বাকিটুকু পড়ুন