সবাই কে ছুটির দিনের শুভেচ্ছা।
আজ কিছু মজার জিনিস শেয়ার করব।আশা করি অনেক ভালো লাগবে। বলতে পারেন ছবি সমৃদ্ধ একটি লেখা।এগুলোকে আদর করে বলা হয় লাইফ হেকস। যেমনঃ
আমরা গ্লাস পরিষ্কার করার জন্য বাজার থেকে অনেক দামি কিছু গ্লাস ক্লিনার কিনে থাকি যা কিনা আমাদের টাকা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের জন্যো অনেক ক্ষতিকর। সে জন্য এই টিপস, আধা কাপ ভিনেগার আর তিন কাপ পানি মিশিয়ে কাগজ দিয়ে মুছলেই গ্লাস পরিষ্কার হয়ে যায়। একবার চেষ্টা করেই দেখুন না ......
আলু আর পেঁয়াজের যে এমন শত্রুতা তা কি সবাই জানতেন? এদেরকে একসাথে রাখলেই সমস্যা।অনেকে বিছানার নিচে একসাথে আলু এবং পেঁয়াজ রাখেন এতে যেমন ঘরের পরিবেশ নষ্ট হয় তেমনি টাকার শ্রাদ্ধ তাই আলু আর পেয়াজ কে আলাদা রাখাই ভালো। পারলে আলুর বাক্সে একটা আপেল রেখে দিন আলু অনেক দিন ভালো থাকবে। যদিও এটা অনেক টা মশা মারতে কামানের মত তাও আলু তো...মাঝে মাঝে ২৫ টাকা কেজী ও থাকে
এটা কিন্তু অনেক প্রয়োজনীয় একটা টিপস। এই গরমের দিনে এটা অনেক কাজে দেবে। একটা কাঁচের বোতলে ভেজা টিসু পেঁচিয়ে ফ্রিজে রেখে দিন দেখবেন অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে.।.।
এটা হচ্ছে ব্যাচেলর দের জন্য আমাদের তো অনেক কাজ (চামে চামে বলে ফেললাম আমি ব্যাচেলর) এত কাজ ফেলে এই সব কাজে সময় নষ্ট করার কোন মানে আছে তাই এই পদ্ধতি।
অনেক চাবি কিন্তু তালা ৩ টা কি করবেন। আমাদের তো পুরোন চাবি ফেলতে ইচ্ছে করেনা। চাবি টা ভারি থাকলে ভালই লাগে। তাই চাবি চবির যায়গায় ই থাকুক।
সাধারনত এখন ডিভিডি প্লেয়ার তেমন একটা ব্যবহার করা হয়না। হঠাত করে ইচ্ছে হল কিন্তু অনেক দিন পর দেখতে গিয়ে দেখলেন ডিভিডি চলছে না তাই এই পদ্ধতি ব্যবহার করতে পারেন অনেক কাজে দেয়। তবে প্রথমে ভেতরের অংশ দিয়ে আস্তে আস্তে মুছে পরে বাইরের মসৃন অংশ দিয়ে মুছুন।
আমার আগে প্রায় ৫০০ থেকে ৬০০ ডিভিডি ছিলো সবাই নিয়ে আর দেয় না আমিও ভুলে যেতাম কাকে কোন টা দিয়েছি, আমি যদি আগে এই পদ্ধতি টা জানতে পারতাম।
যারা টাই বাঁধতে পারেন না তাদের জন্য। অনেক গুলো টাই বাঁধার নিয়ম
এভাবে কাপড় গুলো ড্রয়ারে রাখতে পারেন এতে সময় বাঁচবে+ যায়গা ও কম লাগবে
ফেইসবুকের কিছু শর্ট কি। কাজে লাগার মত।
পুরনো অডিও ক্যাসেটের বক্স গুলো ফেলে না দিয়ে মবাইল স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন।
মোবাইল পানিতে পরে গেলে এই পদ্ধতি গ্রহন করুন। চাল ঘুব তাড়াতাড়ি পানি শুষে নেবে।
যেতে যেতে আরেকটা কথা ব্রাশ করতে করতে পানির ট্যাপ টা ছেড়ে রাখবেন না, প্রয়োজন ছাড়া চুলা জ্বালীয়ে রাখবেন না আর কেউ করুক না করুক আপনি করবেন না, বাসার চুলাটা যদি এখন জ্বালানো থাকে তাহলে বন্ধ করে আসুন। আপনি শুরু করুন দেখবেন অনেকেই সেটা অনুসরণ করবে। আবার দেখা হবে.।।। অন্য কিছু নিয়ে, ততদিন দিন পর্যন্ত ভালো) থাকুন দেশকে ভালোবাসুন