সবুজ হুলদে হুলদে আম প্রেমে - আজও সাধু সন্ন্যাসী
আম ছিলার চাকুটা সে তো বোষ্টমী মেলার দুষ্টুমি !
হৈ হুলর ঢেলাঢেলি আম চুরি করে খাওয়া পাড়ায় ছুটাছুটি-
আর রোদবৃষ্টি আম পরা ঝড়ে- আম কুড়াতে কি যে আনন্দ;
সবি টকরসে পেকে আছে স্মৃতি ভরা বুকের মাঝে খন্দ !
হিমশিম ঝাল টকে নিত্য নতুন আমের নাম দেখে দেখে-
ও ভাই - মন ভরে না- হিম সাগর,আম রুপালী আমে !
সর্বানাশা ফরর্মালিন মিশা মেঘে যখন বাসা বাঁধে জ্যৈষ্ঠ
রসে বশে টকবগে ঘামে যায় অনুরাগি যত শত কষ্ট -
তবুও আম প্রেমে খুঁজি জ্যৈষ্ঠ মাসের মধুরসে আম প্রিয়সী ।
১৮/০৫/১৬
=====
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ সকাল ১১:৫৭