কলাবাগানের দক্ষিণা যুবতী কলাছড়িটা ভীষণ সুন্দর-
পাকাকলার যৌবনহাটে যেন আগুন ছুঁয়া দামের খরবর!
হঠাৎ সেদিন নাড়েচেড়ে দেখলাম পূর্ণ ছড়িখানি-
ঠোঁটের ভাজে ফরর্মালিনের স্পর্শ ধোয়া গন্ধনি,
না কেনো জানি ২৫ বছর আগের মতো সু-স্বাদ পাইনি !
শরকরা পুষ্ঠিসাধ্যের অভাবে যুবগের পেঁটখারাব মানেনি;
এই যুবগের দেহ রক্ত মাংস হয়েছে নীল হলুদে রঙ-
শুধু যুবতী কলা খাওয়ার যত সব রাঙা বর্ণের ঢঙ;
ঢঙের আড়ি পিছলে ঝুড়ি- সেজো না শত সঙ-
সঙ জুড়ে ফাল্গুনি কলারথরি ফুটুক না নানান চঙ!
কলারযৌবন হাটে ঝিলিকে উঠে নতুন বন্দনা সর-
মসৃণ রুপবর্ণের কলা দেখে চেপে রাখিস ধর।
১৭/০৫/১৬
======
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ দুপুর ২:৩৩