মনের অসীম উর্বর সীমানা গন্তব্যের
ঝিলমিল করে, ঢোল ভরা পূঁজীহীন শিক্ষাদিখার-
রক্তক্ষয়ী টাকা আর হিংসা আহংকার-
শুধু উন্নয়ন সুনামের প্রতিযোগিতার ন্যায় অন্যায়ের বিচার !
নায়ে ভেসে ডুবে গেলাম -ডুবে গেলাম-
এক ব্যর্থ সন্নেসীর ধু ধু চর গাঁয়ের উপর-
পরিসুধী হতে গেলে আবার সৃষ্টির আরাধানার
পুম্পাঞ্জলে জন্মগ্রহণ প্রয়োজন-
সে কি অন্যরুপে করে বিচারণ?
হায় সময়ের অবশেষে আর কি আছে উর্বর গন্তব্যের
শুধু ডাকছে এক আঁধার -ডাকছে এক আঁধার-
সে যে সমস্ত গ্লানির ইতিটানার কুঁঠি ঘর !
সেখানে চলে শুধু পূণ্য ভরা মানবাতার সুখ সমহার;
বিদায় টাকাপয়সা লোভলালসা আর হিংসা আহংকার-
তবু তোরা সুখে থাক অকমন ছেন্স করে ভর ।
৩০/০৪/১৬
=======
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৬ দুপুর ১২:০৩