Outer Line of The Sky
We are two close points of the vast world
But, a few thousands miles far away
In mathematical terms, however.
Under the same sky
We take bath in the same moon light .
With a same heart, you and I .
In the same way we both get thrilled and we try to remember the beloved face of each other
We sing to the throats in the own tone engrossed
As per own mode
We are same liking mind
As our amorous pose are same .
Both are of same blood colour and same saline tears
Only the distance between the two people barbed wire fence and the vocals tone .
You are my outer line of the sky
You are my simple eye of the mystic friend
You are my unseen benefactor
You are my apart alter ego .
(11/03/2015)
সীমানার বাইরের আকাশ
বিশাল পৃথিবীর, পাশাপাশি আমরা দুটি বিন্দু
তবে গাণিতিক দূরত্বে কয়েক হাজার মাইল।
একই আকাশ দেখি তুমি আর আমি
চাঁদ ও একটায় আমাদের।
ঐ চাঁদের আলোয় স্ন্যান করি আমরা সেই একই হৃদয় নিয়ে,
শিহরিত হই দুইজনে একই ভাবে
আর স্মরণ করি সেই প্রিয় মুখের ছবি।
মুগ্ধতাই গলা ছেড়ে গান ধরি
দুইজনে দুইজনের মত করে।
ভাললাগার মন টাও আমাদের একই
ভালবাসার ধরণ ও তাই।
দুইজনে রক্তের রং ও একই
লাল
চোখের জল ও একই
নোনা
দূরত্ব শুধু দুইজনের মাঝে
কাঁটাতাঁরের বেড়া আর মুখের ভাষার।
তুমি আমার সীমানার বাইরের আকাশ
তুমি আমার দুরবোধ্য ভাষার সরল চোখের বন্ধু
তুমি আমার না দেখা সখা
তুমি আমার ভিনদেশী সুজন।