এই ক’দিন আমি ঘুরেফিরে বিএনপি-জামাত জোটের বেশ ক’জন আঞ্চলিক নেতার সাথে কথা বলেছি। সবার কাছেই আমার প্রশ্ন ছিল একটা, আর তা হলো: আওয়ামীলীগ তো, রাষ্ট্র ক্ষমতা জবর দখল করে রেখেছে, সুষ্ঠু নির্বাচন হলে আজ আপনারাই ক্ষমতাই থাকতেন,এই জবর দখলের বিরুদ্ধে আপনারা কোন আন্দোলনেই গড়ে তুলতে পারছেন না, কেন?
সকলের জবাবগুলো ছিল মোটামুটি এই রকম: ভাইরে, হামলা, মামলা, পুলিশি অত্যাচারের ভয়ে মানুষতো রাজপথেই নামতে পারছে না। আমার পাল্টা প্রশ্ন: এরশাদ তো একই রকম অত্যাচার করেছে, তখন কেন মানুষ রাস্তাই নেমেছে? উত্তর: এখন মানুষ সুবিধাবাদী হয়ে গেছে, রিক্সে যেতে চায়না। প্রশ্ন: তবে কী আমরা ধরে নিব এই সরকারের শাসন কেয়ামত পর্যন্ত চলবে? উত্তর: তা কি করে হয়! আবার সেনাবাহিনী ক্ষমতা নিবে, নির্বাচন দেবে, আমরা ক্ষমতাই যাব,তারপর সব আগের মতো ঠিকঠাক হয়ে যাবে। নেতাদের উত্তর শুনে আমি মোটেও বিস্মিত হয়নি, কারণ এই হচ্ছে আদর্শহীন ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির চূড়ান্ত পরিণতি। এই দলগুলোকে তছনছ করার জন্য কোন বড় ঘূর্ণি ঝড়ের দরকার পড়ে না, সামান্য বাতাসেই ওরা নুয়ে পড়ে। তাই বলা যায়, জনগণের প্রকৃত রাজনৈতিক শক্তি জাগলে, এই দলগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না!
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৪