তাবলীগ জামাত সম্পর্কে ইতিপূর্বে আমি একটা পোস্ট দিয়েছিলাম সামুতে। যার শিরোনাম ছিল, তাবলীগ জামাত হতে সাবধান! আমার সে খেখার উদ্দেশ্য ছিল, তাবলীগের দার্শনীক বিষয়গুলো নিয়ে আলোচনা করা, আমা সে পোস্টে বলতে চেয়ছি, আপাতদৃষ্টতে শান্ত ও অরাজনৈতিক মনে হলেও, তাবলীগ আসলে একটা গভীর ষড়যন্ত্রের ফসল। ঔপনিবেশক ভারতে তাবলীগ প্রতিষ্টা হয়েছিল, বৃট্রিশ শাসকের স্নেহ, ভালোবাসা আর পৃষ্ঠপোষকতা নিয়ে। যার উদ্দেশ্য ছিল, ইসলামের মধ্যে যে, একটা সংগ্রামি চেতনা আছে এবং রাজনৈতিক উদ্দেশ্য আছে সেটাকে ধ্বংস করে, একটা আচরন ও আনুষ্টানিকতা সম্পূর্ণ ধর্মে রূপান্তর করা। ইতিমধ্যে, তারা অবশ্যই বেশ সফলও হয়েছে। বিশ্বর বড় একটা মুসলমা কে তারা অরাজনৈতিক করনে বেশ সফল হয়েছে। এখন ধর্মপ্রাণ মুসলমানদের সামনে যে পবিত্র দায়ত্ব সামনে এলো তা হচ্ছে, তাবলীগের অভ্যন্তরে অর্থনীতিকে কেন্দ্র করে, যে রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে, সেটা উপলব্ধি করা।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৪