নির্বাচন কেন্দ্রিক এই মুহূর্তে যত আলোচনা সমালোচনা আছে, তার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে, নিঃসন্দেহে মাশরাফির নির্বাচন করা। মাশরাফির নিয়ে কেউ আহ্লাদে গদগদ, কেউ বা পরশ্রী কাতরতাই ভুগছেন। আমাদের প্রশ্ন হলো মাশরাফি নির্বাচন ককরলে, এদেশের জনগণের লাভ কিংবা ক্ষতি কী? প্রথম কথা হলো এই মুহূর্তে এদেশের জনগণের কাছে যত জনপ্রিয় তারকা আছে, ক্রিকেটারের তাদের মধ্যে নিশ্চত ভাবেই অগ্রগণ্য, আর সেটা যদি হয়, সাকিব, তানিম, মুশফিক কিংবা মাশরাফি, তবে তো কোন কথায় নেই। তবে আমাদের প্রশ্ন হচ্ছে মাশরাফি কী স্বপ্রণোদিত ভাবে নির্বাচন করছেন? নাকি জনপ্রিয়তা তলানিতে নামা বর্তমান সরকার, মাশরাফির জনপ্রিয়তাকে কাজে লাগানোর জন্য তাকে ফোস কিংবা প্রলোচিত করেছে। যুক্তির খাতিলে আমরা ধরে নিলাম, একজন মাশরাফি স্বপ্রণোদিত ভাবেই আলীগ থেকে নির্বাচন করছেন, এত অবাক হবার কী আছে? মাশরাফিরা তো আসলে সেই চেতনার প্রতিনিধিত্ব করে, যে চেতনা আমাদের প্রচলিত সমস্ত সামাজিক সংকট থেকে মুখ ঘুরিয়ে রেখে, ক্রিকেটিয় জয় -পরাজয়ের মধ্যেই বিভোর করে রাখে।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩