ব্যারিস্টার মইনুল ইসলাম গ্রেপ্তার হবার পর, বারবার মনে হচ্ছে, সত্যি বড় অদ্ভূত দেশে আমরা বাস করি, এই এমন এক দেশ, যেখানে খুনিরা বুক ফুলিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াই, আর যারা গালি দেয় তাদের গ্রেপ্তার হতে হয়, জেলে যেতে হয়, অথচ সারাজীবন জেনে এসেছি, গালি দেওয়া হচ্ছে অভদ্রতা আর খুন করা হচ্ছে অপরাদ, এই অদ্ভূত ভুতুড়ে দেশে সব যেন উল্ট হয়ে গেল, সাংবাদিক দম্পতি সাগর -রুনির হত্যাকারিরা আজও ধরা চোয়ার বাইরে, মিতু কিংবা কিশোর তৌকির হত্যাকারিদের আমরা চিনি, অথচ খুনির নাম উচ্চারণ করার সাহস আমাদের নেই, কিন্তু একজন ব্যারিস্টার মইনুল হোসেন গ্রেপ্তার হন, জনৈক মাসুদা ভাট্টিকে চরিত্র চরিত্রহীনা বলার অপরাধে, এই অদ্ভূত দৃশ্যগুলো দেখি আর মনে মনে বলি, হায়রে ভাট্টি, তোমারে যদি বিএনপি পন্থি কেউ গালি না দিয়ে, সরকার পন্থি কেউ খুনও করত, তবে আমি নিশ্চিত এই খুনের বিচার হতো না, হায়রে ব্যারিস্টার মইনুল হোসেন, হাতি যদি খাদে পরে, তবে তেলপোকাও লাথি মারে!
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৭