বিটিভি বলে একটা সরাকারি টিভি চ্যানেল আছে, ভুলেই গিয়েছিলাম, রিমোট টেপাটেপি করতে গিয়ে হঠাৎ চোখে পড়ল, তখন সংবাদ চলছিল, সংবাদের একটা প্রতিবেদনের বিষয়বস্তু, ভূমি দস্যু জাফর উল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মানব বন্ধন, সেই মানববন্ধন কারিদের মোধ্যে থেকে একজনের সাক্ষাতকার নেওয়া হলো, মধ্যবয়সী সে লোক কাঁপা কাঁপা কন্ঠে যা বললেন, তা শুনে মনে হলো, তাকে যেন কেউ শিকিয়ে পড়িয়ে, হাতের ভেতর কিছু টাকা গুজে দিয়ে এই মানববন্ধনে হাজির করেছে, যা হোক লোকটার অভিযোগ ছিল জাফার উল্লাহ চৌধুরী তার বসত ভিটার জায়গা দখল করেছে, ব্যক্তি জাফরউল্লাহ সম্পর্কে আমার কোন ধারনা নেই, সত্যিই ভূমি দস্যু কিনা সেটাও জানিনা, মনে শুধু প্রশ্ন জাগে, আচ্ছা, লোকটা যুক্তফ্রন্টের রাজনীতিতে সক্রিয় হওয়ার তার বিরুদ্ধে এই অভিযোগ গুলো শোনা যায়নি কেন? এতদিন এই মানববন্ধনকারি মানুষগুলোও বা কোথায় ছিল?
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪১