একটা টিভি চ্যানেলে আমজাদ হোসেনের সাক্ষাৎকার দেখছিলাম, এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক, বলছেন : যখন ঢাকায় এলাম তখন খুব অসহায় হয়ে পড়লাম, কোথায় যায়, কী খায় ? তখন সাপ্তাহিক চিত্রালীর সম্পাদক পারভেজ ডেকে, একটা কাজ দিল, পত্রিকাটার জন্য প্রতিসপ্তা একটা করে লেখা দেওয়া, প্রতি লেখার জন্য দশটাকা, মাসশেষে চল্রিশ, তখন স্বর্ণের ভরি ছিল বিশ টাকা,, ছয়আনা দিয়ে একবেলা পেট ভরে খাওয়া হয়, এই টাকাটা হাতে পাওয়ার পর এবার গুছিয়ে অন্য কাজগুলো করতে শুরু করি।"
এই যুগে কোন তরুণের পক্ষে কী সম্ভব? খুচরো লেখা দিয়ে নিজে চলবে, তারপর বড় কোন কাজে পরিকল্পনা করবে!
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২