আমি বুভুক্ষু, আমার হৃদয় জঠরে ভালোবাসার প্রচণ্ড ক্ষুধা-
আজকাল ভালোবাসার রাজ্যে নাকি ছিয়াত্তরের মন্বন্তর,
তাই আমি ভালোবাসায় একরত্তিও ছাড় দিতে রাজি নই,
ফলস্বরূপ স্বৈরাচারী প্রেমিক হয়ে গণতন্ত্র নির্বাসন দিয়েছি,
আর কায়েম করেছি মুসোলিনির ফ্যাসিবাদী একনায়কত্ব।
এ যুগে প্রেম অধ্যুষিত অঞ্চলে রাঘববোয়ালদের আধিপত্য,
তাই আমি তোমার হৃদয় পর্ণকুটিরে উপনিবেশ গড়েছি।
শুধু সেখানে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি রেখেছি,
‘অন্তর্ঘাতমূলক কোনো কাজ কখনই বরদাস্ত করা হবে না,
এই উপনিবেশের একচ্ছত্র ক্ষমতার অধিকারী শুধুই আমি’।
হায়! আমিই ভুল, ভেবেছি তুমিও আমার মতো স্বৈরাচারী,
কিন্তু তুমি নাশকতার জাল বুনে রেখেছো, তুমি মার্ক্সবাদী।
তুমি গোপনে গোপনে সমাজতন্ত্র আর লেলিনকে চর্চা করো,
তোমার মনোভূমিতে ভালোবাসার সুষম বণ্টন করতে চাও,
তুমি একসাথে বহুজনের ভালোবাসার অবাধ চাষাবাদ চাও।
তুমি চাইলে তোমার হৃদয়ে ১৪৪ ধারা জারি করতে পারতে,
‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ; প্রবেশাধিকার সংরক্ষিত এলাকা’।
সেখানে একমাত্র শরণার্থী হিসেবে আমি অনুপ্রবেশ করলে
তুমি ইনডেমনিটি অধ্যাদেশ জারি করতে পারতে ও শাস্তি,
‘অবৈধ অনুপ্রবেশের কারণে প্রেমশ্রম যাবজ্জীবন কারাদণ্ড’।
যদি তুমি সাম্যবাদী না হয়ে আমার ‘হেলেন অব ট্রয়’ হতে,
আমি আরেকটি ট্রয় নগরী ধ্বংস করে ইতিহাস গড়তাম।
কিন্তু তুমি যে ‘দস্যি রাণী ফুলন দেবী’র দ্বিতীয় সংকলন।
আমি সাম্যবাদের নামে অসাংবিধানিক প্রেমে বিশ্বাসী নই,
আমি পৃথিবী বিখ্যাত স্বৈরাচারী প্রেমিকের শিরোপাটি চাই,
আমি স্বৈরশাসক নেপোলিয়নের মতো বিপ্লবী হতে চাই,
ভালোবাসার রাজপথে প্ল্যাকার্ড হাতে মিছিল করতে চাই,
‘সমাজতান্ত্রিক প্রেম নিপাত যাক, ভালোবাসা মুক্তি পাক’।
-জিসান আহমেদ
[২৪ শে অক্টোবর, ২০১৭ খ্রিঃ/মোহাম্মদপুর, ঢাকা।]
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৪৭