নারায়ণগঞ্জের বন্দরে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের কান ধরে উঠ-বসের ঘটনায় স্থানীয় সংসদ সদস্য (এমপি) একেএম সেলিম ওসমানের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন দেশের আটটি জাতীয় ও ৩৫টি জেলাভিত্তিক ব্যবসায়ী সংগঠনের নেতারা।
এই ঘটনায় প্রকৃত ঘটনা প্রকাশ না করে কিছু কিছু মিডিয়া একপেশে সংবাদ পরিবেশন করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তারা।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবের সম্মেলন কক্ষে 'ব্যবসায়ী সম্প্রদায়ের সফল নেতা এ কে এম সেলিম ওসমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে' এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ীরা বলেন, সংসদ সদস্য সেলিম ওসমান ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন এ বিষয়ে নীরব থাকার জন্য, যাতে ওই শিক্ষক ধর্ম নিয়ে যে কটূক্তি করেছেন তা না ছড়ায়।
তারা বলেন, ঘটনাটি একটি ধর্মীয় সম্প্রদায়কে এমন অশান্ত করেছিল যে, ওই এলাকার মানুষ জুমার নামাজ আদায় না করেই সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বৃষ্টি উপেক্ষা করে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে অবস্থান করছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সেলিম ওসমান একজন মানুষ হিসেবে অবরুদ্ধ ওই প্রধান শিক্ষককে জনরোষের হাত থেকে রক্ষার্থে অসুস্থ শরীর নিয়েও সেখানে গিয়েছিলেন। প্রধান শিক্ষক সেখানে তাকে কাছে পেয়ে ত্রাণকর্তার মতই তার কাছে জীবন বাঁচাতে আবেদন করেছিলেন।
এতে দাবি করা হয়, আনীত অভিযোগ স্বীকারপূর্বক তার (প্রধান শিক্ষক) সম্মতি অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, তা দৃষ্টিকটূ ও দুঃখজনক হলেও ওই পরিস্থিতিতে অন্য কোনো পথ খোলা ছিল না।
সংবাদ সম্মেলনে প্রশ্ন তুলে বলা হয়, 'এজন্য সেলিম ওসমান কি ধন্যবাদ পাওয়ার যোগ্য, না কি তিরস্কার পাওয়ার কথা?'
সংবাদ সম্মেলনে এফবিসিসিআই'র সাবেক সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আলী, গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএ'র সহ-সভাপতি আসলাম সানি, এফবিসিসিআই'র পরিচালক ও বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মঞ্জুরুল হক, আবদুস সোবহান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের শুরুতে পিয়ার সাত্তার স্কুলের দশম শ্রেণির ছাত্র রিফাত হোসেন ও তার মা রিনা বেগমের বক্তব্যের ভিডিও প্রদর্শন করা হয়। ইসলাম ধর্ম নিয়ে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত কটূক্তি করেছেন বলে রিফাত ও তার মা রিনা বেগম তাদের বক্তব্যে অভিযোগ করেন। - See more at: Click This Link
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ রাত ৯:০৫