একজন ফুটবল ফ্যান যখন তার গার্লফ্রেন্ডের সাথে ফুটবল ম্যাচ দেখতে বসে তখন কেমন হয় অবস্থা?
গার্লফ্রেন্ড: হানি, কোন কোন দল খেলছে?
আমি: আর্সেনাল আর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
গার্লফ্রেন্ড: ওহহো, ওয়ান্ডারফুল। আমি লাভ আর্সেনাল।
আমি: হুম, ভালো দল।
গার্লফ্রেন্ড: আচ্চা, দ্রগবা কি খেলছে?
আমি: সে এই দুইদলের একটাতেও খেলেনা।
গার্লফ্রেন্ড: ওকে সুইটি, এটা কি ক্রিস ব্রাউন?
আমি: ( পুরাই বিরক্ত!) নাহ, এটা চ্যাম্বারলিন। :3
গার্লফ্রেন্ড: ওকে, কিন্তু তারা দেখতে একই... :v আচ্চা, এই হলুদ কার্ড কিসের জন্যে?
আমি: এটা একটা ওয়ার্নিং কোনা প্লেয়ারের জন্যে।
কিছু সময় পরে ওয়েন রোনি গোল করলো ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে... :-D
গার্লফ্রেন্ড: ( পুরোদমে সেলিব্রেট করতেছে! লাফালাফি ত আছেই)
এটা কি চ্যাম্বারলিন যে গোল করলো?
আমি : ( শান্ত হয়ে), নাহ। এটা রোনি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্লেয়ার।
গার্লফ্রেন্ড: ( উত্তেজিত)
কিভাবে ? এটা তো আর্সেনালের গোল করা উচিৎ ছিলো !! o.O
আমি: ( নিশ্চুপ)!
গার্লফ্রেন্ড: আচ্চা, এই লাল কার্ড কিসের জন্যে?
আমি: (বিরক্ত)। এটার মানে ওই প্লেয়ারকে মাঠ ছেড়ে যেতে হবে খারাপ ব্যবহারের জন্যে।
গার্লফ্রেন্ড: তাহলে কি সে কোচ হয়ে যাবে! :O
আমি: ( উত্তর না দেয়ার ভঙ্গিতে)।
আয়ায়ায়ায়ায়া না...
গার্লফ্রেন্ড: এটা ট্রাফিক লাইটের সমান প্রায়। হলুদ = ওয়ার্নিং, লাল = ডেঞ্জার! :-D
আমি: একদম ঠিক ডার্লিং।
গার্লফ্রেন্ড: আচ্চা, সবুজ কার্ড কিসের জন্যে তাহলে?
আমি: এই টাইপের কোনো কার্ড ফুটবলে নাই! :3
গার্লফ্রেন্ড: আমি চাই আর্সেনাল বিশ্বকাপ জিতুক... :-D :-D
আমি: ( নির্বাক) :-(
গার্লফ্রেন্ড: আচ্চা বাবু, ওই লোকটা কে? মিস্টার বিনের মতো দেখতে?
আমি: ( বিরক্তের শেষ সীমায়!)
এটা আর্সেনালের কোচ বাবু, আর্সেন উয়েঙ্গার।
গার্লফ্রেন্ড: ওহ বাবু, তার মানে কি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচের নাম ম্যাঞ্চেস্ট উয়েঙ্গার?
আমার মুখ দিয়া শুধু একটা কথাই বেরুলো- 'মাইরা খাইয়ালা আম্রে'! :3 :3 :3
#ফুটবল
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ বিকাল ৫:১৩