মানুষকে এবয়েড করবার ফল কখনোই শুভ হয় না।
.
বন্ধুত্ব কিংবা চালচলনকে যখনই তুমি সোসাইটিতে স্পেসিফিক করে ফেলবে। বুঝে নিবে একদিন না একদিন কোনো এক শূন্যতা তোমায় অনুভব করতে হবে।
.
.
অর্থাৎ সোসাইটির নিদ্রিষ্ট কিছু মানুষের সাথে, অথবা একজন কেন্দ্রিক যদি তোমার অলটাইম চলাফেরা এন্ড বন্ধুত্ব হয় ; তাকে কিংবা ঐ নিদ্রিষ্ঠ মানুষগুলোকে যদি খুব বেশি সময় দেও। খুব কাছে থাকা মানুষগুলো যারা তোমার সময় দেয়ার এন্ড মনোযোগ আকর্ষণ করবার অপেক্ষায় থাকে কিন্তু তুমি তাদের অলটাইমই এবয়েড করে যাও তবে মনে রাখবে এক সময় তোমাকে তাদের মাঝেই ফিরে আসতে হবে।
.
হয়ত কোনো নিদ্রিষ্ট মানুষের সাথে ফ্রেন্ডশিপ করে হৈ-হৌল্লুড়, উল্লাস ও আনন্দের মধ্য দিয়েই সময় অতিবাহিত করা যায়। কিন্তু যারা তোমার সাথে ফ্রেন্ডশিপ করবার জন্যে খুব আগ্রহ নিয়েই কাছে ভিড়তে চেয়েছিল এন্ড তুমি তাদের এবয়েড করে ছিলে একসময় তোমার অমনোযোগীতার ফলে তারা হারিয়ে যাবে কোনো এক অজানায়।যখন তুমি হারাবে তোমার নিদ্রিষ্ট কোনো রিলেশনশীপ মানুষকে তখন তাদের পাওয়াটাও তোমার জন্যে হয়ত অনেক কঠীন হয়ে ওঠতে পারে।
.
একাকীত্বের পেইনটা তখন হাড়ে হাড়ে টের পাওয়া যায়।