তোমার বেতফল চোখে সমূদ্র গভীরতা!
ডুব দেই তাই গণতান্ত্রিক ইশতেহার ছেড়ে
স্বৈরাচারী মননে! ক্যানভাসে একে একে
তুলির আঁচর, তোমার সলাজ মুখের
অবয়ব তামাটে। আলকাত্রা কুন্তলে রঙ্গিন রিবন,
ইচ্ছে হাওয়া তাই প্রজাপতির বর্ণালী খিলান!
আলস্যের তন্দ্রা ছেড়ে তোমার পিচকালো চুলে
অবাক কুশুম ফুল গুঁজে দেই, প্রিয় জলরঙ ছেড়ে!
তোমার পদমূলে পুষ্পমাল্য রাখি,হে আমার প্রিয়া
নেশার মদিরা মহুয়া, ধানপাতা মেয়ে!
তোমার হীরক নাকফুলে ভোরের রোদ
কতো কী ছেড়ে কতো কী ভেবে
নির্ঘুম রাতে বাতাবী নেবুর ফুল তুলেছি
একপাশে রেখে লজ্জাবতী চাঁদের অবয়ব!
অবশেষে জেনে গেলাম মেয়ে—
ঘোর ও মাদকতায় ভালোবাসার উপহার
প্রান্তিক অবয়বে নিজের ছায়ার বিষাদ সঙ্গীত!