বৈষয়িক লেনদেনে নির্ঘুম তুমি আমি
কালের কন্ঠে কচিলেবুর ঝরে পড়া ঘ্রাণ!
হাওয়া ঘরে তীব্র আর্তনাদ, বেদনাতুর বিলাপ
প্রাচীন পৃথিবীতে ধূলোর সাগর। দূরের পথে
একটা দুইটা সবুজের দীর্ণ হলুদ পাতা
কালের যবনিকায় বিষাদের বিষবাষ্প!
হঠাৎ পাওয়া বিরূদ্ধ উচ্ছ্বাসে
অন্তরালে লুকিয়ে থাকা স্বল্পদৈর্ঘ্য বোধ
মিশকালো আঁধারে হারিয়ে যায়, আর্তনাদ করে।
ভোর ভোর আলোক সমীকরণে অবয়ব ঢেকে
অন্ধকার ঠিকরে বের হওয়া কালের সূর্যে
কামের গাণিতিক অনুভূতি!
কালের প্রসস্থ খেয়াঘাটে রুক্ষতার চর
ভরা যৌবনা ঘুম নিকেতন সমঝোতার
অবৈধ ভরাট প্রতিফলন।
স্বপ্নীল আবহে ফোঁটা ফোঁটা শিশিরবিন্দু
চোখের দ্রাঘিমা জুড়ে টলটলে অশ্রুজল
শুষ্কতার মরুকরণ!
ছবি সূত্র