চোখের সামনে যা সুনিশ্চিত হিসেবে দেখতে পাই,
হঠাৎ তা যেন কুজ্ঝটিকার মত মিলিয়ে যায় ।
সম্মুখে দাঁড়িয়ে থাকা পথটি কখন যে ঝাপসা হয়ে যাবে, তা কেউ জানে না । প্রিয়ার মুখের হাসিতে অনেকেই আকৃষ্ট হয়ে জগতের সমস্ত নিয়মকে ভঙ্গ করতে পরোয়া করে না । কিন্তু সেই প্রিয়ার মুখের হাসিও যে কখন রহস্যময় হয়ে উঠবে, তা কি সে জানে ?
ভালবাসার কুঁড়েঘর যে কখন এক দমকা হাওয়ার ধাক্কায় উড়ে যাবে, কখন পড়ন্ত বিকেলে একাকীত্বকে বন্ধু হিসেবে পাওয়া যাবে, কখন যে জীবনের রৌদ্রোজ্জ্বল দুপুরেই রাত্রির কালো ছায়া এসে পড়বে - তা সুনিশ্চিতভাবে বলা হয়ত কখনোই সম্ভব নয় ।
আমি সকালের স্নিগ্ধতা উপভোগ করতে চাই, দুপুরের কড়া রোদের তীব্রতা অনুভব করতে চাই, গোধূলী লগনের মাধুর্য উপলব্ধি করতে চাই , নিঝুম রাত্রির গভীরতায় মগ্ন থাকতে চাই । জীবন হোক সুন্দর, স্বাভাবিক ও নির্মল ।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০০