"দক্ষিণের জানালা দিয়ে আসা বাতাসটা এত মায়াবী কেন ?"
এ প্রশ্নের উত্তর আজ পাই কোথা ? কারণ যা আমার কাছে মায়াবী, তা অন্যের কাছে মায়াবী না হওয়াটাই স্বাভাবিক । বৈচিত্রতা মানবমনের সৌন্দর্য । তবু নিরন্তর এ প্রশ্নের উত্তর খুঁজে যাই । জানি, হয়ত কোনোদিনই এ প্রশ্নের সন্ধান পাব না । তবু বলি ভালো লাগে, বসন্তের এই দক্ষিণা বাতাস ।
উপরের কথাটি বলার সারমর্ম হচ্ছে যে, মানুষের প্রকৃত ভাললাগার কোন কারণ থাকে না । মানুষ কোন এক অজানা কারণেই কোনো কিছু পছন্দ করে । আর এই ভালো-লাগা থেকেই একসময় ভালবাসার সৃষ্টি হয় । ভালবাসাটা কোন এক অজ্ঞাত কারণেই হয় ।
অনেকেই বলে থাকে যে, প্রথম দেখায় ভালবাসার সৃষ্টি হয় । কিন্তু প্রথম দেখায় আসলে ভালো-লাগার সৃষ্টি হয় । মানুষ যেটাকে Love at first sight বা 'প্রথম দেখায় ভালবাসা' বলে থাকে, আমার মতে সেটা প্রকৃত অর্থে 'মোহ' ।
হঠাৎ করে এমন বিশ্লেষণধর্মী হলাম কেন?? আসলে মাথার উপরে যখন পড়াশুনার চাপ বেশি থাকে, তখন মন একটু মুক্তি পাবার আশায় অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে ভাবতে ভালবাসে ।