ওভাবে ডাকলে কাছে জ্বলে পুড়ে যাই
ইচ্ছার ঘর পুষি বুকের বোতামে।
তুমি ছিলে পাস দেওয়া কবিতাবাবু
রসালো সুস্বাদু দিতে অধরের নামে
পাশচোখে চেয়ে দেখি ইচ্ছেগাছে
লাল শাদা থোকা ফুল ফুটে আছে ডালে
আরো কত পাওনায় ঋণ শোধবোধে
রমণের সুখ লেখা থাকত কপালে !
ভাঁজ খুলে মেলে ধরি এলো কারুকাজ
গলে গলে পড়ে মোম,শিসে বাজে শ্বাস
চারপায়ে খেলা চলে চু -কিতকিত
জবুথবু শুয়ে জাগে পিঠের বাতাস।
এতসব বলা কথা পুরোন দিনের
আজ বিলাপের কাল পাণ্ডুর চাঁদ
ইচ্ছেরা স্বেচ্ছায় ঝরে গেছে টুপ
অসুখ ইচ্ছাকৃত রেখেছে প্রসাদ।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৪