প্রিয় আরিশ,
রাত 3টা 17..
অনেক রাত হয়েছে,রাত যতই বেড়ে চলেছে ততই তোমার নেশা আমাকে পেয়ে বসছে..তোমার পুরোনো চ্যাট,তোমার খালি গলায় গাওয়া রেকর্ড করা গানে,পুরোনো সাদা হেডফোনে একটানা বেজে চলেছে..
তোমার ছবিটা হোমস্ক্রিনে আজো রেখে দিয়েছি..
আমার ওয়ালেটে তোমার ছবিটা রোজ কাজে যাওয়ার আগে একবার দেখি...জানো আরিশ,যখন খুব টেনশনে থাকি তোমার ছবিটা বার বার দেখি,বার বার হাজারবার..
প্রতিটা সেকেন্ডে আমার মস্তিষ্কের প্রতিটা কণায় তোমার বসবাস।হাজারো লক্ষ লক্ষ মানুষের ভিড়ে তোমার মত কাউকে দেখলে চমকে উঠি।ভাবি এই কি তুমি ?
তোমাকে দেখলে ইচ্ছে হয় দুহাতে জড়িয়ে রাখি,তোমার মাঝেই ধারণ করি নিজের অপষ্ট অবয়ব...
বড়,অপার্থিব আর ভীষণ শূণ্য লাগে।বুকের যে বাম পাশ টায় তুমি স্পন্দিত হতে,ভীষণ ব্যথা হয়..
বড্ড শূণ্যলাগে চারপাশ,দিশাহীনভাবে এলোমেলো পায়ে হাটতে থাকি পথে,খুঁজে ফিরি তোমাকে বারবার...
জানি আর কখনোই ফিরে আসবেনা,এ জীবনে হয়ত আর কখনোই না...
জন্মজন্মান্তর তোমার অপেক্ষাই করবো আমি..তোমার দেখা পাবো কিনা জানিনা,তবে ঠিক খুঁজে নেবো তোমাকে এভাবে...
সে জন্মেও হয়তো তোমাকে পাবোনা,বার বার হারাবো প্রতি জন্মে।তোমাকে লেখা নীল কাগজের না দেয়া চিঠি গুলো আমার কাছেই রয়ে যাবে ঠিক এভাবেই।
এভাবেই প্রতিবার কাঁদবো আমি,হ্যাঁ এভাবেই তোমাকে ভীষণ ভালোবাসবো,প্রতিবার চুপিচুপি একাএকা তোমার জন্মদিন পালন করবো,প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে এক নদীর সমান জল চোখে নিয়ে বলবো এই ছেলে,খুব ভালবাসি তোমাকে
তোমাকে যুগ যুগ ধরে এভাবেই ভালবাসবো.
ভাল থেকো অ্যাংরি বার্ডস
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪১