হে অমানুষ,
ভাব নিলেই মানুষ হওয়া যায়না
সুন্দর হলেই ভাল মনের হওয়া যায়না
মিথ্যে মহত্ত্ব দেখালেই উদার হওয়া যায়না
মানুষ হতে গেলে ভদ্রতা থাকা জরুরি, ভাল মন থাকা জরুরী, সত্যিকারের মহৎ হতে হবে।
সবাই খাটি মানুষ হতে পারেনা... বিশুদ্ধ কেউই নয়, তবু একবার চেষ্টা করতে দোষ কি? আত্মদম্ভ অহংকার নিয়ে যে ভুলের জগতে বসবাস করছো একবার তার বাইরে থেকে বের হয়ে দেখো ,জটিলতা দিয়ে বিচার না করে দেখ সবকিছুই সহজভাবে নিতে পারবে.. কেউ ভুল ধরলে কেউ তোমার দিকে আঙ্গুল তুললে তাকে ভুল বলার আগে নিজের দিকে তাকাও,তুমি নিজেকে 200% ঠিক মনে করছো, সেই 200%কতটা ঠিক? কতটা বিশুদ্ধ?
অমানুষ তুমি. সবাই তোমাকে ভয় পায়। তোমার পেছনে ঘোরে, সবাই তোমার প্রশংসা করে। কিন্তু সবটাই লোক দেখানো। আড়ালে কেউ না কেউ তোমার নিন্দা করে। খারাপ লাগলেও সত্যি এটাই।
তুমি বাবার টাকা চুরি করে গল্প করে বেড়াচ্ছো। কিন্তু তুমি কি জানো তোমার বাবার প্রতিটা পরিশ্রমের ঘাম তাতে মিশে আছে?
তোমার হাত খরচ ২৫ হাছারটাকা গর্ব করে বলে বেড়াও। কিন্তু তুমি কি জানো যে বাংলাদেশের অনেকে এই টাকায় সারামাস সংসার চালায়
তোমার জীবনে ঝড় আসতেই পারে তার জন্য তুমি বদলে যেতে পারোনা, বদলে যাওয়া মানে হেরে যাওয়া। তুমি হারতে পারোনা। যুদ্ধটা চালিয়ে যাও।
তুমি হ্যান্ডসাম, তোমার পেছনে হাজারটা মেয়ে ঘোরে। তুমি অনেককে ভালবাসো,তোমার কাছে তারা শুধুই ভোগপণ্য।
অথচ কেউ অন্ধের মত তোমার অমানুষ রূপটা দেখেও ভালবেসেছে তোমাকে। তোমার মিথ্যে প্রতারণায় তোমাকে সে ভালবেসেছে, তোমাকে মানুষ বানাতে চাইছে। তোমাকে আকড়ে ধরে বাচতে চাইছে। তোমাকে মানুষ হওয়ার সুযোগ দিচ্ছে, হাতটা বাড়িয়ে দিয়েছে তোমার দিকে।ধরো সেই হাতটা, উঠে দাড়াও।
নিজেকে খারাপ বলাটা কোন ক্রেডিটের বিষয় নয়.. বিষয় এটাই যদি বলতে পারো আমি একজন ভালো মানুষ.. খুব বিশুদ্ধ ভাল না না হলেও ভালো।
একজন একটু ভাল মানুষ ও খারাপ হতে পারবেনা। এভাবেই মানুষ হবে তুমি,মানুষ হবার চেষ্টায় লাভ নেই সবটা প্রথম থেকে শুরু করো,আবার দেখবে সব ঠিক হবে।জন্মান্তরের অপেক্ষায় থেকোনা। কে জানে পরজন্মে সে সুযোগটা যদি না পাওয়া যায়.,যদি জন্মান্তরই না থাকে।এজন্মমেই ভুলটা ঠিক করে নিও।
জীবনে সুযোগ নিশ্চিত ভাবে একবারই আসে,জীবন দ্বিতীয় বার সুযোগ খুব কমই দেয়.. হয়তো তুমি সেই ভাগ্যবান নাও হতে পারো.!
জীবনকে জীবনের মত চলতে দাও, সহজভাবে! ভেঙ্গে ফেলো ইগোর দেয়াল, অহংকারের খোলস ছাড়ো..
সাধারণ হয়ে ওঠো,মানুষ হয়ে ওঠো।
সাধারণ মানুষ হয়ে ওঠাও কিন্তু অসাধারণ গুণ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১