আহমদ আওয়াহ : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
ডক্টর হুযাইফা : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
প্রশ্ন : আল্লাহর শোকর! আপনি এসে গেছেন। আব্বাজীর কাছে অনেক বার আপনার আলোচনা শুনেছি। আব্বাজী প্রায় সময়ই আপনার আলোচনা করেন। নিজের রক্ত সম্পর্কীয় ভাইদের কল্যাণ কামিতা এবং তাদেরকে চিরস্থায়ী ধ্বংস ও বরবাদী থেকে বাঁচানোর জন্য ইসলামের দাওয়াত দেয়া কেবল ইসলামী ফরযই নয় বরং কল্যাণকামিতা হিসাবে রাষ্ট্রীয় বিধান, এটা আমাদের আইনী অধিকার। এ ব্যাপারে আপনার ইসলাম গ্রহনের আলোচনা একটা উজ্জল দৃষ্টান্ত। আপনার সঙ্গে সাক্ষাতের অত্যন্ত আগ্রহ ছিল। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন।
উত্তর : আমি দিল্লীতে একটা সরকারী কাজে এসেছিলাম। ব্যস্ততার কারণে মাওলানা সাহেবকে তো ফোনে পাওয়াই যায় না। ভাবলাম, ফোন করে দেখি। ফুলাত থাকলে সাক্ষাত করে যাবো। অনেক দিন ধরে সাক্ষাত না হওয়ার মনটা খুব অস্থির হয়ে উঠেছিল। ফোন করে জানতে পারলাম, তিনি দিল্লীতেই আছেন। আমার জন্য এর চেয়ে আনন্দের আর কি হতে পারে, দিল্লীতেই তার সাক্ষাত পেয়ে গেলাম। আল্লাহর মেহেরবানী, রমযানের আগেই দেখা হয়ে গেল। এতে ঈমানের ব্যাটারীও কিছুটা চার্জ হয়ে গেল। দীর্ঘ দিন সাক্ষাত না থাকলে মনে হয়, ঈমানের ব্যাটারী যেন ডাউন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ! সাক্ষাতও হয়ে গেল আর মাওলানা সাহেবের সঙ্গে একটা প্রোগ্রামেও অংশ নেয়া হল।
প্রশ্ন : হুযাইফা সাহেব! আমি আপনার সঙ্গে আসলে একটা বিশেষ উদ্দেশ্যে সাক্ষাত করতে চাচ্ছিলাম। আমাদের এখানে ফুলাত থেকে আরমুগান নামে একটি মাসিক পত্রিকা বের হয়। সম্ভবতঃ আপনার তা জানা আছে। এজন্য আপনার থেকে একটা ইন্টারভিউ নিতে চাই। যাতে দাওয়াতের কর্মীদের কাজে দিকনির্দেশনা মিলে যায় এবং বিশেষতঃ আপনার ইন্টারভিউ দ্বারা ভয় কেটে যায় ও সাহস বেড়ে যায়।
উত্তর : হ্যাঁ, আহমদ ভাই! আমি আরমুগান সম্বন্ধে ভালো করেই জানি। আমি মাওলানা সাহেবকে কয়েকবার ওটার হিন্দী সংস্করণ প্রকাশ করার আবেদন করেছিলাম। তাঁকে বলেছিলাম, আমি হিন্দি সংস্করণের জন্য বছরে কম করে হলেও পাঁচশত করে সদস্য বানাবো ইনশাআল্লাহ। জেনেছিলাম, সেপ্টেম্বর নাগাদ আরমুগানের হিন্দী সংস্করণ বেরোচ্ছে। কিন্তু না জানি কি কারণে সেপ্টেম্বরেও বের হলো না
বাকিটুকু পড়ুন
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ রাত ২:০৬