মূলঃ আসমা আমাতুল্লাহ ।।
অনুবাদঃ মুফতি যুবায়ের আহমেদ
"ভারতের অমুসলিম হিন্দুরা ইসলামের দীক্ষা পেয়ে আশাব্যঞ্জকভাবে ইসলামেদীক্ষিত হচ্ছেন। ভারতের ফুরাত এর ইসলামি কেন্দ্র হতে প্রকাশিত উর্দু পত্রিকা ‘আরমুগান’- এ ওই নওমুসলিমদের ইসলাম গ্রহন সম্পর্কিত সাক্ষাতকার প্রকাশিত হয়। ইসলামের বিশিষ্ট দাঈ মাওলানা কালিম সিদ্দিকী সাহেবের তত্ত্বাবধানে তাঁর সুযোগ্য কন্যা আসমা আমাতুল্লাহ কয়েকজন মহিলা নওমুসলিমার সাক্ষাতকার গ্রহন করেছেন।তন্মধ্যে হালিমা সা’দিয়ার হৃদয়গ্রাহী সাক্ষাতকার প্রকাশ করা হল।"
আসমাঃ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্।
নওমুসলিমা হালিমাঃ ওয়া আলাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্।
আসমাঃ আমি আম্মুর কাছে আগেই জানতেপেরেছি যে, আজ আপনি আসবেন। ভালোই হল, আপনি এসে পৌঁছেছেন। এ সুযোগে আপনার কাছে আপনার ইসলাম গ্রহণের হৃদয়গ্রাহী কাহিনীটি জানতে পারবো। আপনি কি একটু শুনাবেন?
নওমুসলিমা হালিমাঃ কি জানতে চান, জিজ্ঞাসা করতে পারেন।
আসমাঃ প্রথমে আপনার পরিচয় দিন।বাকিটুকু পড়তে ক্লিক করুন এখানে
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৬ রাত ২:৩৫