ভারতের ফুলাত থেকে প্রকাশিত ইসলামী দাওয়াতী পত্রিকা ‘আরমুগানে’ প্রকাশিত দু’জন নওমুসলিম ভারতীয় নাগরিক নূর মুহাম্মদ ( পূর্বনাম রামফল ) ও তার ভাই- এর ইসলাম গ্রহণ সম্পর্কে সাক্ষাতকার নিম্নে প্রদান করা হল। সাক্ষাতকারটি নিয়েছেন মাওলানা কালীম সিদ্দীকী ( দাঃ বাঃ ) সাহেবের পুত্র মাওলানা আহমদ আওয়াহ।
আহমদ আওয়াহঃ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
নওমুসলিম নূর মুহাম্মদঃ ওয়া-আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আহমদ আওয়াহঃ জনাব নূর মুহাম্মদ সাহেব! আমাদের এখান থেকে ‘আরমুগান’ নামে একটি ম্যাগাজিন বের হয়। আমি এ পত্রিকায় প্রকাশের জন্য আপনার সাক্ষাতকার গ্রহণ করতে চাচ্ছি। যাতে লোকজন এর থেকে উপকৃত হয়।
নওমুসলিম নূর মুহাম্মদঃ আহমদ ভাই! আমার মত এক নগন্য লোকের কী সাক্ষাতকার হবে, যদ্দারা লোকজন উপকৃত হবেন?
আহমদ আওয়াহঃ আল্লাহ তা’আলা আপাকে যেভাবে হেদায়েত দান করেছেন, তা তাঁর একটি বিরাট রহমত। মহান আল্লাহর সেই রহমতের কথাই আমরা শুনতে চাই।
নওমুসলিম নূর মুহাম্মদঃ হ্যাঁ, ভাইজান! এতে সন্দেহের কি আছে যে, আমার আল্লাহ তাঁর অসীম রহমতে আমাকে হেদায়েত দান করেছেন। ( এরপর কাঁদতে কাঁদতে তিনি বলেন ) আমি কখনও এর উপযুক্ত ছিলাম না। আল্লাহ তা’আলার এ নিয়ামতের শোকর আদায় করে শেষ করা যাবে না। যদি আমার শরীরের প্রতিটি পশম এক একটি জীবন হয় আর আল্লাহ তা’আলার প্রতি শুকরিয়া জ্ঞাপনে আমি সেগুলো কুরবান করে দেই, তবুও শোকর আদায় করা হবে না। আর আমার জান ও পশমগুলোও তো তাঁর নিয়ামত।
আহমদ আওয়াহঃ প্রথমেই আপনার বিস্তারিত পরিচয় জানতে চাই।
বাকিটুকু পড়তে এখানটায় ক্লিক করুন
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৬ রাত ২:০২