***একটি নীতি বর্জনে যার মহাকীর্তি***
আশা করছি আজ দিনটাতে আপনি কাউকে বর্জন করেননি।
বর্জন! নামটা ছোট হলে কি হবে কাজটা অনেক গুরুত্বের।কিভাবে?
আরে; সারাদিনি তো আপনি অনেক বর্জনই করে থাকেন এই ধরুন- পেন, খাতা,শার্ট,ঘড়ি,গাড়ি, কাজ,পড়ালেখা ইত্যাদি জড় থেকে শুরু করে প্রেমিক/প্রেমিকা নামক জীবিত জিনিসের ও দিনে-মাসে-বছরে-যুগে-(না, শতাব্দীতে যাওয়া একটু বেশিই হয়ে যাবে) কয়েকবার বর্জন ঘটান।... বাকিটুকু পড়ুন