সেদিন পাকিস্তানের শিকলে বদ্ধ ধর্ষিত ২ লাখ বিরাঙ্গনার যৌননালীত রক্ত শুধু পরাধীনতার অভিশাফ ছিল।
আজ স্বাধীনতার ছায়াতলে প্রতিদিন ধর্ষিত নারী-শিশুর যৌননালীতে ঝরা রক্ত কিসের অভিশাফ???
..
পরাধীন জাতির হাত-পা-চোখ বাঁধা লক্ষ গলিত লাশের গন্ধে সেদিন আকাশ বাতাস ভারি হয়েছিল।আজো হাত-পা- চোখ বাঁধা লাশ ভাসে, আজ কাকে দোষ দিব???
..
পরাধীন শোষিত জাতির জন্য সে সময় ভালো কোন চাকরি ছিল না, আজও স্বাধীনতার ছায়াতলে লক্ষ বেকারের জুতা ক্ষয় সোনার হরিনের খুঁজে।
..
সেদিন পরাধীন জাতি একটি পরিচয়ের জন্য রক্ত বিসর্জন দিয়েছিল "আমি বাঙ্গালী"।
আজও রাজপথ লাল করে সোনার ছেলেরা পরিচয় দেয় আমি তমুক ভাইয়ের লোক।
..
সেদিন একটা স্বাধীন পতাকা ছিল না, আজ একটা স্বাধীন পতাকা আছে সবুজের মাজে লাল সূর্য, তবে আজকের জাতী সেদিনের সেই পরাধীনতার শিকল ভাঙ্গা যৌদ্ধাদের মতো দীপ্ত নয়।
..
সেদিন বঙ্গবন্ধু শুনিয়েছিল শিকল ভাঙ্গার অমৃত বানী,
আজও নেতারা প্রতিশ্রুতি দেয়, শাসনামল ফেরিয়ে যায় কেউ কথা রাখে না।
আমি রাজনীতি নাহি বুজি,
আমি শুধু স্বাধীনতার মর্ম খুঁজি।