ফেব্রুয়ারি মাসটি জীবনের স্মৃতির ক্যালেন্ডারের একটি আবেগি অশ্রুসিক্ত সময়।
..
২০১৩ সালের ফেব্রুয়ারি মাস, মীম আমাদের মহল্লা ছেড়ে নতুন আবাসে নতুন শিক্ষা প্রতিষ্ঠানে চলে যায়।
..
রিলেশনের ফাটলের সেখানেই সূত্রপাত।তখন আমরা কেউই মোবাইল ব্যাবহার করতাম না।১বছরের রিলেশনে জরুরী মুহূর্তগুলো চিরকুটের মাধ্যমেই কাজ শেষ করতাম।
..
তাদের নতুন আবাস্হল আমাদের মহল্লা হতে প্রায় ৮কিঃমিঃ দূরে।তখন সময়টা ছিল প্রচুর শীত।সেই শীতে সকাল ৬টায় সাইকেল চালিয়ে ৮কিঃমিঃ দূরে তার স্কুলের সামনে গিয়ে দাড়িয়ে থাকতাম।
..
ভাগ্যের কি নির্মম পরিহাস, প্রায় প্রতিদিনই আমি তার স্কুলের সামনে যেতাম কিন্তু একদিনও তার দেখা পাইনি।তার বাসাটাও চিনতাম না, আর তার স্কুলের গেইটেও দাঁড়ানোর সুযোগ ছিলনা, কারন স্কুলটা ছিল পুলিশ লাইন হাই স্কুল।
..
প্রতিদিন সকালটা শুরু হতো মীমকে দেখার প্রবল ইচ্ছে নিয়ে আর শেষ হতো তাকে খুজে না পাওয়ার নিরাশার চাদরে।
..
২০১৩সালের ১৪ ফেব্রুয়ারি চারদিকে সবাই প্রিয় মানুষকে নিয়ে ব্যাস্ত।গোলাপ আর একটি চিরকুট হাতে আমি দাঁড়িয়ে ছিলাম তার স্কুলের সামনে, সেদিনও দেখা পাইনি।সেদিন খুব কষ্ট পেয়েছিলাম খুব।সেই রাতে অনেক কেঁদেছিলাম অনেক।
..
লাল নীল সাদা কালো ব্যাস্ত শহরে আমি তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতাম ভুল পথের ঠিকানায়(২বছর পর জানতে পারলাম)।অনেক চেষ্টা করলাম তার বাসার ঠিকানা জানতে, আমি পারিনি।
..
অপেক্ষা, নিরাশা, হতাশা আর অশ্রুর মিছিলে কেঁটে যেতে লাগলো সময়।
..
অবশেষে মীমের দেখা পেলাম ১০৮দিন পর। সে এক নতুন বেশে, স্বার্থপর সেজে, আমাকে ছেড়ে চলেই গেল শেষে।
..
সময়ের বিবর্তনে আজ আমরা অনেক দূরে।তবুও প্রতি সেকেন্ডে ২বার তাকে মিস করি।প্রতিদিন তার ছবি বুকে নিয়ে ঘুমাই।মাজে মাজে খু্ব জানতে ইচ্ছে করে তুমি কেমন আছো???আজো কি আমায় ভালোবাসো????
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫২