শেষ কবে কান ধরে উঠবস করছিলাম ভুলে গেছি তবে যতবার হাই লো বেঞ্চে কান ধরে দাঁড়িয়েছি ততবার মশা সুযোগ পেয়ে পা'য়ে কামড়িয়েছিল !
.
ছোট বেলায় মিষ্টি করে বড় আপুদের কান মলে দেওয়া এখনো অনেক মিস করি ! কারণ যারা কান মলে দিতো তারা সম্মানিত ছিলো !
.
কথায় আছে কান টানলে মাথা আসে ৷ সেই মাথা টেনে নিয়ে যাওয়া মানে বুজায় অধঃপতন ৷ শিক্ষক যদি জাতির বিবেক হয় তাহলে শিক্ষকের কান ধরে বসনো মানে জাতির কান ধরে বসিয়ে দেওয়া !
.
যে মানুষটাকে কান ধরতে বললে লজ্জায় হার্টফেইল করবে সে ও আজ কান ধরেছে, কান ধরে দাঁড়িয়ে থেকেছে ! এই প্রথম কেউ কান ধরে কান ছাড়তে চায়নি !
.
যদিও আমরা কান টানা খাওয়া জাতি প্রমাণ হিসেবে আপনার কানের লতি হাত দিয়ে দেখুন তা অন্য জাতির কানের লতি থেকে বড় ৷ যে শিক্ষককে সাংসদ কান ধরে উঠ বস করিয়েছে তিনিও ছোটবেলায় অসংখ্য বার কান ধরে উঠে বসেছেন ৷ কান ধরে উঠ বস করা আমাদের জাতীয় ঐতিহ্য !
.
কিন্তু !
.
একদিন কান ধরে উঠে বসা বচ্চাগুলো বড় হয় ! প্রতিষ্ঠিত হয় ! কান ধরে উঠ বস করানো শিক্ষকদের দেখলে শ্রদ্ধায় নুয়ে পড়ে ! তা ও আমাদের জাতীয় ঐতিহ্য !
.
সে জাতীয় ঐতিহ্য তখনি ভুলন্ঠিত হয় যখন যারা কান মলে দিয়ে মানুষকে মানুষ বানায় তাদের কান ধরে উঠ বস করানো হয় !
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ রাত ৯:১২