এখানে বদ্ধ জলের মেলা ছিল, কিছু ছোট ছোট ঢেউ,
তবুও রুগ্ন সকালের তুলিতে স্বপ্ন এঁকেছিল কেউ।
মেঘ ছোঁবে কে- ইচ্ছেরা যে আজ পানকৌড়ি,
টুকরো টুকরো রঙে জীবন নকশা
সুতোর ছোঁয়ায় হাঁটছে সারি সারি,
আমি তারি ই গান, তার কবিতায় মুগ্ধ চোখে,
নির্বাসিত আল্পনার রক্তিম মুখে,
ভোরের আলোর জানালায় অন্তিম সুখে।
আকাশ তোমায় দিচ্ছি ছুটি-সুতো ছেঁড়া ঘুড়িতে
হাঁটছি জলের তীর ধরে জল না ছুঁয়ে নুড়িতে।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮