আবার আমার পৃথিবীটা বদলে যাবে,
সময়ের কোঠর থেকে মুছে যাবে মুগ্ধতার ভোর সন্ধ্যা।
নিঃসঙ্গতার মাঝে আমি কোলাহলের চিত্র খুঁজে যাব,
আর অগোছালো রঙের উপর রেখে যাব আমার পদচিহ্ন,
আমাকে যে চলে যেতে হবে,
আমার নির্ঘুম রাত পাহারা দেবে আমার খোলা দুটি চোখ,
হয়তো তার সঙ্গী হবে কিছু নোনা জল।
দৃষ্টির পথ ঝাপসা করে স্বপ্নের গোঁড়ায় জমবে কিছু অজানা কুয়াশা।
শীতকালটা আমার বড্ড প্রিয় আর প্রিয় চাদরে মোড়া কিছু উষ্ণতা,
তবুও কুয়াশা- কেন যেন তার মাঝে একরাশ ভয়,
আমার জানা নেই অনুভূতির কোন ঘরে তার বসবাস,
হয়তো অজানাই থেকে যাবে, থাক।
আমাকে যে চলে যেতে হবে, এ যাওয়া দিন, মাস, বছরের বৃত্তে বন্দি।
দিন মাসের মাঝেই থাক, এর চেয়ে বেশি নয়, আমি ফিরে আসতে চাই,
আকুলতার কোন এক প্রান্তে এসে মনে হয় কেন জানি আমি
আবেগের সীমান্তে ঘুরে বেড়াই,
বিদায় শব্দটার সাথে আমার আজন্ম শত্রুতা, অথচ তার সাথেই
আমার বারবার দেখা হয়।
আমাকে হয়তো চলে যেতেই হবে- একটা মানুষ চলে গেলে কি হয়?
কেউ কাঁদবে ? মনে হয়না, আমাকে কেউ ভালবাসার কথা বলেনি,
কেউ হাসবে? মনে হয়না, আমাকে কেউ ভুলে যাবার পন করেনি।
তবে কার কি, আমার চলে যাওয়ায় কারো যদি কষ্ট হয়
সে একজনেরই হবে-সে কষ্ট আমার শুধু আমার।
ঝরে পড়া একটা পালক দেখে কজন ভাবে পাখির ইতিহাস
আর ভোরের গান,একদিন সব কিছু হারিয়ে যায় নির্জনতার পুকুরে,
এরপর শুধু নিরবতা, শুনশান নিরবতা।।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৯