ব্রাজিল সম্পর্কে আমাদের যে ছবিটা প্রথমেই চোখে ভাসে তা হল ফুটবল আর বিশ্বকাপ ট্রফি। এছাড়া আর কিছুটা জানি তা হল অপরাধ চক্র, চোরাচালান আর মাদক ব্যবসা খুবই রমরমা। ভাল কিছুর মধ্যে কফি আর গম বেশ ভাল উৎপাদন হয় এখানে।
CC BY-SA 3.0, Lençóis Maranhenses - VI.jpg,Uploaded by Tucotuti,Created: 20 July 2009
ঘুরে বেড়ানোর জন্য ব্রাজিলের চিত্রটা একটু ভিন্ন, যা আমাদের প্রায় সবার অজানা। সপ্তাশ্চর্যের জেসাস ক্রাইস্ট দ্যা রিদিমার এর সুবাদে ব্রাজিলে পর্যটনের একটা নতুন আকর্ষণ সৃষ্টি হয়েছে। কিন্তু এছাড়াও ব্রাজিলে অনেক কিছুই দেখার আছে যার সৌন্দর্য আপনাকে দিবে এক নতুন অভিজ্ঞতা।
Lençóis Maranhenses
বিশালায়তন পাক খাওয়া বালিয়াড়ি দেখলে মনে হয় কোনো এক আদিম মরুভুমি। কিন্তু প্রকৃতপক্ষে তা মরুভুমি নয়, এটি আমাজন অববাহিকার বাইরে অবস্থিত বছরের প্রারম্ভে বৃষ্টিপাত হওয়া একটি অঞ্চল।
এই অঞ্চলের এমন রুপ দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। তবে এর এমন রুপ সৃষ্টি হবার প্রধান কারন হচ্ছে বৃষ্টি। বৃষ্টির কারনে বালিয়াড়ি ও উপত্যকার মাঝে জল জমে যায়, যা বালির নিচে থাকা শিলার কারনে পরিশ্রুত হতে পারেনা, ফলে বালি দ্বারা বেষ্টিত অদ্ভুত দৃষ্টিনন্দন নিল,সবুজ, কালো লেগুন সৃষ্টি হয়। এবং এটি জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত থাকে।
আরও যা আছে দেখার মতঃ
ক্যাথেড্রাল মেট্রোপল -ব্রাসিলিয়া
মুল নামঃ Catedral Metropolitana Nossa Senhora Aparecida- "Metropolitan Cathedral of Our Lady of Aparecida"
এটি রোমান ক্যাথলিক ক্যাথেড্রাল। ডিজাইন করেছেন Oscar Niemeyer, ১৬ টি কনক্রিটের কলাম দিয়ে তৈরি এটি যার প্রত্যেকটির ওজন ৯০ টন। এর নির্মাণ কাজ শেষ হয় ৩১শে মে,১৯৭০।
Juscelino Kubitschek bridge
অফিসিয়াল নামঃ Ponte Presidente Juscelino Kubitschek
CC BY 3.0
BSB Ponte JK 08 2005 58 8x6.JPG,Uploaded by Mariordo,Created: 7 August 2005
এর ডিজাইনার Alexandre Chan and Mário Vila Verde জিতেছেন Gustav Lindenthal Medal for the bridge's project at the 2003 International Bridge Conference in Pittsburgh.
ব্রাজিল রিও-ডি-জেনিরো কোপাকাবানা :
ইবিরাপুয়েরা পার্ক:
সী- ক্যাথেড্রাল
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১১