অনেকেই অষ্ট্রিয়ায় পড়াশোনার ব্যপারে জানতে চেয়েছেন তাই যতটুকু পারি তথ্য দিলাম।
আমি কেবল Fh- Salzburg University of Applied Sciences এ ভর্তি সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি আশা করি অনেকে উপকৃত হবেন।
Fh- Salzburg মূলত Tourism Based Uni.বলে রাখি Austria এর মূল আয়ের উতস Tourism.ভাষা-জার্মান,হাতে গোনা কয়েকটা University তে English medium এ পড়ায়।
Semester শুরু হয় October এ প্রতি বছর একবার ই Admission হয়।প্রথমে Apply করতে হয় Online এ এই বছর Apply এর শেষ তারিখ 31 March 2010.এরপর কাগজ পত্র যাচাই করা হয়,এরপর একজন Teacher এর তত্বাবধায়নে অনলাইন এ একটা placement test দিতে হয় এতে উত্তীর্ণ হলে অনলাইন এ ই আবার ইন্টারভিউ দিতে হয় এটাতে পার পেয়ে গেলে offer letter issue করা হয়,offer letter পাওয়া মানে visa confirm যদি আপনি কোন ভুল না করেন।স্পন্সর দেখাতে হয় 7 lak personal account a
ভর্তির যোগ্যতা -Higher Secondary Certificate
English proficiency Certificate
Work Experience
আর placement test এর Question করা হয় Business Administration,Tourism ,Internet,Basic English সব MCQ
Per semester Student union+library+Campus activities fee বাবদ 363 ইউরো লাগে,থাকা খাওয়ার খরচ 300 ইউরোর মতন,কাজের সুবিধা আছে কিন্তু চলনসই জার্মান ভাষা জানতে হবে।
এই ওয়েব সাইট থেকে আরও বিস্তারিত জানতে পারবেন।
http://www.studyineurope.eu/study-in-austria
আরও কিছু জানার থাকলে আমাকে e-mail করতে পারেন [email protected]