পুনরুত্থান
(সমসাময়িককালে প্রান হারানো সকল বিদেহী আত্মার স্মরণে)
ঘুরে মরছে, ফিরে মরছে, বড় হচ্ছে অলাতচক্র
ভেঙ্গে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, ঠিকানা খুঁজছে যত্রতত্র;
ফ্যালকন পাখি পায় না শুনতে আপন প্রভুর ডাক;
ভেঙ্গে পড়ছে সব শৃঙ্খল, পৃথিবী হচ্ছে খাক।
রক্ত গাঙ্গের বাঁধ ছুটেছে, এখানে ও সবখানে
নিষ্পাপ যারা ডুবেছে সকলে, হেরেছে সন্তরণে;
গোঁয়ার, মূর্খ, কূপমণ্ডূক যারা - দখলে নিয়েছে সব
বীর ও প্রেমিক, ত্যাগী-ধ্যানী যারা - থামিয়েছে কলরব।
আকাশ ফেঁড়ে কি তত্ত্ব নামে, শুনতে কি পাও তুমি?
উত্থান হয় কোন শক্তির, স্মরণে কি নাও তুমি?
পুনরুত্থান! পুনরুত্থান! কি হতে কি হয়ে যায় -
পরম আত্মা সজাগ এখনও- কিভাবে, ভেবে না পাই!
উষর, তীব্র, নগ্ন মরুর বুকে কার পদধ্বনি
সিংহের দেহ, মানুষের ধড়ে - কে আসে, কে আসে উনি?
চোখ - প্রেতচোখ, নিষ্ঠুর আর শুন্য, রবির মত
সারা দেহ টেনে, হিঁচড়ে এগোয়, শরীরে শত ক্ষত
আকাশ জুড়ে মরু পাখিদের ডানা খালি দেখা যায়
চক্রে-বৃত্তে কার পতনের উৎসবে মাতে হায়!
আকাশ জুড়ে আঁধার বৃষ্টি ফোঁটা ফোঁটা ঝরে পড়ে
দু'হাজার কাল ঘুমের আড়ালে যে প্রেত গুমরে মরে-
দোলনায় দুলে, সে প্রেত জাগছে, কি হবে বলে যাও,
বেথেলহ্যামেই ফের হোলিখেলা? ডুববে নুহের নাও?
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২১ রাত ১১:১৪