আমার প্রতি ব্লগের সকলের আগ্রহ দেখে আমি সত্য আশ্চর্য হইসি। কেলাস টেন মানুষ কি কয় তাতে আর কি যায় আসে। আমারে নিয়া এ টীমের সার্পোটার চিন্তিত কেন না আমি অল আউট জেহাদের ডাক দিতেসিনা আর এটীমের অপোনেন্ট রা আমি গালি দিতাসি আমি রং পাল্টাই বইলা।
আমার আদর্শ ঠিক জায়গায় আচে। সেটা সবার আগে বাংলাদেশ। আমি জলপাই কিংবা কামরাঙা দুই দলের ক্ষমতায় আসার বিপক্ষে। আমি মনে করি একটা সমস্যা একদিনে সৃষ্টি হয়না আরও মনে করি সেটার সমাধান ও একদিনে হবেনা। একটা নিরেপক্ষ প্রশাসন, নির্বাচনী ব্যবস্হা, রাষ্ট্রীয় সম্পদ চোরদের বিচার এবং সর্বোপরি দৈনন্দিন প্রশানস চালানো সোজা ব্যাপার না। তাই পনের মাস আমার কাচে মনে হয়না একটা অবাস্তব সময়। আমি আরও মনে করি বর্তমান সংকটে ঘি ঢাললে আরও বাড়বে। প্রেস ইলেক্ট্রিক, ছাপা সব কিচুই গত ৬ মাসে মোটামুটি ভাল স্বাধিনতা ভোগ করসে। বর্তমান সংকটের প্রথম দিকেও প্রেস বেশ নির্বিচারে রির্পোট করসে। আর এখন প্রেস রির্পোট করতে পারসে আজীজে কি হইসে, কয় জনকে মারসে, কয় জন এরেষ্ট হইসে। বাংলাদেশে আনেক সামরিক সরকার আসচে, কাদের সময় পত্রিকা এ ধরনের রির্পোটিং করতে পারসে আমার জানা নেই।
আমাদের সরকার প্রধান একটা বক্তিমা দিসেন তিনি বলেছেন বর্তমান ব্যবস্হা সাময়িক। তিনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালের ছাত্র।আর নির্বাচন কমিসন এগিয়ে যাচ্ছে তাদের কাজে। সকল ধরনের বিচার কাজ চলছে। আর উচ্চ আদালত আগের চেয়ে অনের বেসী প্রভাব মুক্ত। সো বিচার নিরেপক্ষ হবে বলে আশা করা যায়। বিচার বিভাগ ভাগ করা প্রায় সম্পন্ম। একন যদি এ সরকারকে তার জলপাই নির্ভরতার জন্য ফেলে দেয়া হয়, সব আবার পিছিয়ে যাবে আর তকন অন্য কেউ ১৫ জায়গায় ৩০ মাসে গনতান্ত্রায়ন থেমে যাবে।
তাই আমি ধৈর্য ধরার পক্ষে। সংকট আরো বাড়লে পুরো দেশ ডুবে যাবে অন্ধকারে। ইন এন্ড এ টীম বিশ্বাস করে আমাদের মতের বিভিন্নতা থাকতে পারে কিন্তু আমাদের হ্রদয়ে বাংলাদেশ। হ্রদয়ে বাংলাদেশ নিয়া আমার পজিসনের জন্য আমার কোন ক্ষমা প্রার্থনা নেই। আমি রং পাল্টাইনা আর আমি সামরিক জলপাই ভয় পাইনা। আমি একন পর্যবেক্ষনে আচি আর আমি একন নৌকা ডুবামু না কেননা, আমি মাঝীরে সময় দিতে চাই, যদি তীর দেকা না যায় সময়ে তকন অন্য নৌকা বাংলাদেশ আগেও চরসে আবার ও চড়বো। কিন্তু মাঝীর ১৫ মাস সময় প্রাপ্য।
আলোচিত ব্লগ
বেফাঁস মন্তব্য করায় সমালোচনার মুখে সমন্বয়ক হাসিবুল ইসলাম !
"মেট্রোরেলে আগুন না দিলে, পুলিশ না মারলে বিপ্লব সফল হতো না "- সাম্প্রতিক সময়ে ডিবিসি নিউজে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করে সমালোচনার শিকার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসিবুল... ...বাকিটুকু পড়ুন
আমিত্ব বিসর্জন
আমি- আমি- আমি
আমিত্ব বিসর্জন দিতে চাই।
আমি বলতে তুমি; তুমি বলতে আমি।
তবুও, "আমরা" অথবা "আমাদের"
সমঅধিকার- ভালোবাসার জন্ম দেয়।
"সারভাইভাল অব দ্য ফিটেস্ট"
যেখানে লাখ লাখ শুক্রাণুকে পরাজিত করে
আমরা জীবনের দৌড়ে জন্ম... ...বাকিটুকু পড়ুন
স্বৈরাচারী আওয়ামীলীগ হঠাৎ মেহজাবীনের পিছে লাগছে কেন ?
স্বৈরচারী আওয়ামীলীগ এইবার অভিনেত্রী মেহজাবীনের পিছনে লাগছে। ৫ ই আগস্ট মেহজাবীন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন ‘স্বাধীন’। সেই স্ট্যাটাসের স্ক্রিনশট যুক্ত করে অভিনেত্রীকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ তার অফিসিয়াল ফেইসবুকে... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন