সেনাবাহিনী আর ছাত্ররা বারবার মুখোমুখি হয় জামাত, বি এন পি আর আওয়ামী লিগের কারনে। আমাদের সেনাবাহিনীরা ব্যারাক থেকে বার হওয়ার সুযোগ এ দল গুলানের চোতমারানীগুলান সুযোগ দেয়। বারবার ছাত্র আর সিপাহীরা একে অপরের প্রতিপক্ষ হয় এদের কারনে। এক দুঃশাসনের বদলে আরেক দুঃশাসনের কারনে। দুঃশাসন বধের সময় একবারই আর নয় কৌরব পান্ডবে যুদ্ব বধ হউখ দুঃশাসন চিরদিনের জন্য।
আমরাই একুশে ফেব্রুয়ারির জন্ম দিসি, সেকান থেকে ৬৯ র গন আন্দোলন, মার্চের স্বাধিনতা, ডিসেম্বরের বিজয় আর জন্ম দিসি ৯০ র গন আন্দোলনের। আমগো বিজয় বার বার চুরি করসে দেড় লাখি আর হাজারিরা। আমরা কই দুই পয়সার মানুষ আমরা ভুইলা যাই আমরা একজন, কোটি মানুষ ২ কোটি পয়সা আর ২ লাখ টেকা, সব্বাইরে বীট।
আজকা যা হইসে বিশ্ববিদ্যালয়ে তার কারন সেনাবাহিনীর, মাগার আমগো দেড় লাখিরা আর হাজারি গো গাদ্দারি লাইগা সেনবাহিনী ব্যারাকের ছাড়সে। সেনাবাহিনীরে ব্যারাকে পাঠাইতে হবে পারমাননেটলি, মাগার এ কাজ হেই দুর্নীতি বাজ রাজনীতিকরে দিয়া হইবোনা। আফনাগো অনুরোধ দেড় লাখি, হাজারি আর তাগো দালালরে আপনাদের ব্যবহার করতে দিবেন না, মনে রাকেন আফনে দুই লাখি, যা করবেন নিজে করেন , কোন দলের আন্ডারে। ব্লগের রাজনীতিক দালাল গুলান এটারে ভিন্ন রুপ দেওনের চেষ্টায় আচে, এরা ব্লগের বাইরেও আচে, এদেরকে না বলুন। মনে রাকেন আপনে দুই লাখি মানুষ কেন বি এন পি, জামাতের আর আম্বালীগের লাখি আর হাজারি দালাল হইবেন। আসেন ভাইডি আমার সাথে কন
আর দুই পয়সার মানুষ হমুনা- দুই লাখি হইলাম
ডিসক্লেইমার এটা এ টীমের অভিন্ম মত নয়। এটা ডক্টর আইজুদ্দিনের ব্যাক্তিগত অভিমত এবং যে সব সদস্য একমত পোষন করেন। রাজাকারদের আনন্দিত হবার কারন নাই। কারন এ টীম সে ব্যাপারে একনো একমত
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৭ দুপুর ২:১৪