একটা গল্প বলি: অনেকবছর আগের কথা, এক সাধু বা ধর্মীয় সাধক এক পাহারের চুড়ায় উঠে অনেক সুন্দর এক লোককে দেখতে পেলো । কিছুক্ষণ পর সাধু লোকটি বুঝতে পারল সুন্দর অপর লোকটি আর কেউ না স্বয়ং ইবলিশ বা শয়তান । সাধু লোকটি জিজ্ঞাস করল, তুমি দেখতে কত সুন্দর অথচ বই পুস্তকের বর্নণায় তোমার এমন কুৎসিত রূপ থাকে কেনো ?
ইবলিশ উত্তর দিলো: "কি আর করার ! কলমতো দুশমনের হাতে"
_______________________________________________
একই অবস্থা হয়েছে আমাদের সংবাদ মাধ্যমের । বিজ্ঞাপন পাবার আশায় মিথ্যা ও বানোয়াট সংবাদ, তিলকে শুধু তাল নয়, তাল গাছও বানানো হয় ।
উল্লেখযোগ্য কিছু উদাহরণ: বসুন্ধরার ইস্যু নিয়ে এনটিভির ট্রান্সকমের ঘটনা (যা এখনও চলছে), দৈনিক ডেসটিনির স্ট্যান্ড, এবং বর্তমানে অনলাইন সংবাদ মাধ্যমের বিজ্ঞাপন পাবার আশায় ব্ল্যাকমেইলিং টাইপের নিউজ ।

বাংলানিউজের সাংবাদিকতার জ্বালায় অবশেষে "বিকাশ" তাতে বিজ্ঞাপন দিয়েছে । কিছু দিন আগে এক টেক ব্লগও জিপি, কিউবি নিয়ে এমন অমূলক পোষ্ট দেয় । তবে মনে হয় তারা তেমন সুবিধা করতে পারেনি ।
সংবাদ মাধ্যম গনতন্ত্রের অন্যতম এক খুটি । এই খুটিকে যেভাবে নাড়ানো হচ্ছে তাতে দূর্বৃত্তরা এর সুযোগ নিবেই ।
আপডেট: ফিফার এই পোষ্টটা পড়তে পারেন: Click This Link
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১২ রাত ৯:৪৮