আসুন বসুন, "দুটি কথা শুনে যান;
করে যান কিছুটা খোশ গল্প
অথবা পাগলের বাণী ।"
যে কথা হয়নি বলা, আগে পরে
আপনাকে , পরকে আর নিজেকে ।
জানোয়ার চাঁটে জানোয়ারের রক্ত
শুনেছো কি এই কথা,
আজব নয়, অবাস্তব নয়, কিছুটা গুজবও নয়
কি দারুণ নিগ্রহতা ।
ঝামাভর্তি ধামায় করে -
বাঁকা পেঁটরায় পুঁটলি করে ।
অভিবাসী হয়ে যতই ছোটে -
দেশ থেকে দেশের খোঁজে
বাঁচার আশাতে ।
লাভ নেই, লাভ নেই,
মাথা বাঁচায়ে, বুক উঁচিয়ে বাঁচার আশা যার মনে ন জুয়ায়
স্বেচ্ছামরণ বরণ করে কেন, কবরে ন জায় ?
যেসবের আস্তা কুঁড়ে জন্মে ভালোবাসে অসাধু বাণী
সেসবের জন্ম নির্ণয় অজানি ।
হাল ধর, পাল তোল
শির উচিয়া, ধরণী তুলিয়া
বাক্যবাণে বিদ্ধ জগৎরীতি;
বল ভরিয়া, গরীব মারিয়া
শক্তের ভক্ত, নরমের অসুর ভাবিয়া
পূঁজিও; এ সর্বকালের নীতি ।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৩