ফাগুণের শেষ দিনে লেগেছিল প্রেমের হাওয়া
ব্যস্ত তাই মুঠোফোনের প্রান্ত
প্রলম্বিত সময় পাহারা দিচ্ছি
মুঠোফোনের অন্য প্রান্তে বসে ভেবেছি
"সে কি তা জানতো ?"
মুঠোফোনের সারাংশ পঙ্কোতি
যেভাবে সাজিয়েছিলাম তুমি - আমি
মুঠোফোনের মেয়ে; "তুমি কি করছো ?"
-"মেঘ আঁকছি" । কেন ?
- "তোমার জন্য, তুমি তাকে ছুঁয়ে আকাশে রুপ দেবে তাই ।
আমি হবো দিগন্ত রেখা, আর তুমি অসীম সীমানা " ।
তোমার কথায় আকাশ পেলাম
আর আকাশ পেলো ঠিকানা ।
মুঠোফোনের অর্পিতা; "তুমি কি- ছুঁয়ে দেখেছো ?"
- ";কাকে ?"
-"জল কে । যাকে তুমি ছুঁয়ে দিলে হবে সাগর,
আমি হয়ে যাবো জলাধার আর তুমি জলের মৎস্যকন্যা" ।
- "মুঠোফোনের কবি, তুমি কেন নির্বাক ?"
- "নির্বাক না, অপেক্ষা করছি । কিসের জন্য জানবে না ?"
ওটা ছিল একখণ্ড হৃদয়ের । যেখানে অসীম মমতায় আর
চিরন্তন ভালোবাসায় 'তুমি' ।
- "আর কি চাই তোমার ?
"শুধু ওখানেই যে থাকতে চাই ।"
সময় দ্বিপ্রহর ২ঃ২৫
৩০-৮-২০১৮
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৯