আর হবে কতো দেরী ?
কেটে গেলো কতো যে, পাঞ্জেরী ।
ভেবেছিলাম, প্রথম যেদিন তোমার ফুটন্ত রুপ দেখবো
সেদিনই তোমায় সব খুলে বলবো ।
ভেবেছিলাম বলবে; "তুমি সাদা ফুলের কাশবন"
হাজার বছরের গুপ্ত বাসনা, হবো কাশবনের ঐ কৃতদাস ।
সাদা কাশের গহনা গায়ে ডেকেছো উদাত্ত রমণীর মতো
সেই ডাকে সাড়া দিয়ে, প্রকৃতির সব ভালোবাসা যতো ।
সাদা ফুলের দোলাচলে ডেকেছিলে আলিঙ্গন করতে নীল আকাশকে
শুধু সে নয়, এক ঝাঁক সাদা মেঘের ভেলা ভাসিয়ে মিশেছে নদীর বুকে
তোমার ধার ঘেঁষে নদীর ঐ ছোট্ট এক খণ্ড জমিতে
সাদা বকেরাও ঝাঁক বেঁধে এসেছিল সঙ্গী হতে ।
মেঘ না চাইতেই বৃষ্টির মতো
এক সুশ্রী বাতাস, তোমার গা ছুঁয়ে গেলো ।
আর, খুশিতে ঐ সাদাফুলের সাজানো মেলা নাচিয়ে ছিল
আর হিংসে করেছিলাম; "ইস আমি যদি কাশবনের সন্তান হতাম" ।
কথা দিলাম;
এই শরতে না হয় অন্য কোন এক শরতে
বন্ধী করবো নিজ বাহুতে; কাশবনের সৌন্দর্যকে
নয়তো কাশফুলের সন্তান হয়েই জন্মাবো শতসহস্র জীবন ।
তাং- ১১/৯/১৮
সময়ঃ ১১ঃ৩০ সকাল
স্থানঃ আফতাবনগর
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৩৫