সাঁতার জানেনা তবুও নাবিক দূর সমুদ্রে যায়,
সাগরের সাথে প্রেম হলো তার, আর তো নাই উপায়
ডুবলে জাহাজ নিঃশ্বাসহীন অতল সমাধি জানে,
ভাবে তবু পেলো প্রেয়সীরে তার মৃত্যুর পরিমানে।
----
নাহয় আমি যোজন যোজন দূরে,
তবু আছি কারো সারা জীবন জুড়ে
কেমন করে ভালোবাসো এতো?
যদি আজই মরন আমায় ছূঁয়ে যেতো
যদি আজই যেতাম আমি ওপারেতে
জানি একদিন তুমি ঠিকই সেথায় যেতে
বলতাম প্রভু না দিয়েছো ধরায়
বদলাও তাকে স্বর্গের অপ্সরায়
ঠিকই পেতাম তোমায় আমার করে
নয় এই পৃথিবী, অন্য কোন ভোরে।