আজ আপনাদেরকে সেই সময়ে নিয়ে যাবো, যখন সোনার বাংলায় পুকুর ভরা মাছ, গোলা ভরা ধানের স্বপ্ন নিয়ে পথচলা কিছু মানুষ নিজেদের জীবন বাজি রেখে পথে নেমেছিলেন। তুচ্ছ করেছিলেন নিজেদের সুখ, পরিবার, সাধ আহ্লাদ। আমি আমার মতো করে ভেবেছি। আমি হৃদয় দিয়ে ভেবেছি।
ঘেন্নায় রিরি করে উঠে হৃদয়। দলা থুথু মুখে চলে আসে। যখন দেখি ইঁদুরে ভরে যাচ্ছে দেশ। ঘরে ইঁদুর, পথে ইঁদুর, দোকানে ইঁদুর, অফিসে ইঁদুর। ইঁদুর দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানে, নীতি নির্ধারণে। সেই বিবর্ণ, নিকষ সময়ে আমি অসহায় হয়ে শুধু দেখেছি...
২.
৩.
৪.
৫.
৬.
৭.
৮.
৯.
১০.
১১.
মানুষগুলো টিকে থাকতে পারেননি। ধেরে ইঁদুরগুলো রাক্ষুসে ইঁদুর হয়ে দেশটা গিলে খেতে চেয়েছিলো। যেমন খেয়ে ফেলেছে সোনার দেশের এই সোনার মানুষগুলোকে!
১২.
১৩.
১৪.
১৫.
১৬.
১৭.
১৮.
১৯.
না ফেরার ভুবনে ভালো থাকুন শ্রদ্ধেয় মহান এই নেতারা।
উৎসর্গ: চার মহান নেতার তরে
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:১৫